সমাজের আলো:  সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের নিউমার্কেট এলাকায় শহীদ আলাউদ্দীন চত্বরে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সংগঠনটির জেলা সভাপতি বিশ^জিৎ সাধুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতিমন্ডলীর সভাপতি সুধাংশু শেখর সরকার, সদর উপজেলা সাধারন সম্পাদক নিত্যনন্দ আমিন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা ওয়ার্কাাস পার্টির সম্পাদক এড.ফাহিমুল হক কিসলু, জাসদ নেতা ইদ্রিস আলী, যুব ঐক্যপরিষদের আহবায়ক ইন্দ্রজিৎ সাধু প্রমুখ। বক্তারা বলেন, সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অসংখ্য নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ সরকার নির্বিকার। বক্তারা এ সময় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধের আহবান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *