যশোর অফিস
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে যশোর শহরের রাজপথ। মঙ্গলবার রাতে শহরের দড়াটানা মোড়ের গাড়িখানা রোডে অমর সালমান ভক্তদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাত সাড়ে নয়টার দিকে সালমানভক্তরা হাতে নেনসালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা। মুহূর্তেই শুরু হয় স্লোগান— “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই”। গাড়িখানা থেকে শুরু হওয়া দুই শতাধিক ভক্তের মিছিল মনিহারের দিকে অগ্রসর হয়। পথে পথচারীরাও যুক্ত হন সেই স্লোগানে “সালমান খুনিদের ফাঁসি চাই। সালমান শাহ স্মরণে যশোরে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে আসা যশোরের কাঠেরপুল যুবসংঘ এ আয়োজনের নেতৃত্ব দেয়। সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এপ্রতিবাদ মিছিলে অংশ নেন যশোরের বিভিন্ন বয়সের সালমানভক্তরা। রাত ১০টার দিকে মিছিলটি মনিহার সিনেমা হলের সামনে পৌঁছে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সালমান শাহকে স্মরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।কাঠেরপুল যুবসংঘের পরিচালক শিমুল ভুইয়া স্বাগত বক্তব্যে বলেন, “২৯ বছর পর উঠে এসেছে সালমান আত্মহত্যা করেননি, এটি ছিল একটি নির্মম হত্যাকাণ্ড। আমরা নতুন আশার আলো দেখছি, কিন্তু এখনো কেন আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। যদি আবারও এই মামলাকে নাটকে পরিণত করার চেষ্টা হয়, তবে যশোর থেকেই শুরু হবে প্রতিবাদের ঝড়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম, আর খান মিলন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তাহমিনা বিশ্বাস, ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, ব্যবসায়ী হান্নান হোসেন, ফারুক হোসেন প্রমুখ ।
সমাবেশে বক্তারা সালমান শাহকে নিয়ে অভিনেতা সোহেল রানার সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এ মিছিল শুধু প্রতিবাদ নয়, এটি এক শপথ সালমান শাহের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। বিক্ষোভ ও সমাবেশ শেষে সালমান শাহের জন্মদিন উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে খিচুড়ি উৎসবের আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, লোকসমাজের ক্রাইম রিপোর্টার মীর মঈন মুসা,সিনিয়র সাংবাদিক মুর্শিদুল আজিম হিরু, সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতা কাজী রফিকুল ইসলাম, যুগান্তরের জেলা অফিসের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিত রায়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, ডিবিসি টিভির ক্যামেরাপার্সন এম এইচ উজ্জ্বল, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, রাতদিন নিউজের স্টাফ রিপোর্টার অমল কৃষ্ণ পালিত, কাঠেরপুল যুবসংঘের সংগঠক রিকি খান, সদস্য সাকিব খান, রেহান ইসলাম, সেতু, রিংকু, ব্যবসায়ী নেতা ইমরান হোসেন, বর্ষা ইসলাম, রিয়া,শাফিন মুবিনসহ আরও অনেকে।#




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *