সমাজের আলো : সেদিন রাত ৯টা ২০ মিনিট। বিজিবি চেকপোস্ট অতিক্রম করে অবসরপ্রাপ্ত মেজর সিনহার গাড়ি। ৫ মিনিটেই গাড়িটি পৌঁছে কক্সবাজারের শামলাপুর চেকপোস্টে। এপিবিএন সদস্য কনস্টেবল রাজীব গাড়িটি থামানোর সংকেত দেন। গাড়ি থামানোর পর কোনো কথা ছাড়াই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বুকে পর পর চার রাউন্ড গুলি করেন ইন্সপেক্টর লিয়াকত আলী। এরপর সিনহা মাটিতে লুটিয়ে পড়েন।এরপর লিয়াকত আলীর সফলতার ফোন পেয়ে ওসি প্রদীপ কুমার দাশ একটি সাদা মাইক্রোবাসে এবং তার সাথের ফোর্স একটি পিকআপ ভ্যানে চড়ে ঘটনাস্থলে আসেন। তখন রাত ১০টা। ঘটনাস্থলে পৌঁছেই ওসি প্রদীপ কুমার দাশ ইন্সপেক্টর লিয়াকত আলীর সঙ্গে একান্তে আড়ালে আলাপ করেন।অভিযোগপত্রে উল্লেখ আছে, ‘‘অতঃপর ওসি প্রদীপ কুমার দাশ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা মেজর সিনহা মো. রাশেদ খানের নিকট যান। তখন ওসি প্রদীপ কুমার দাশ দম্ভোক্তি করে বলেন ‘অনেক টার্গেট করার পর কুত্তার বাচ্চারে শেষ করতে পারছি’। তারপর ওসি প্রদীপ প্রথমে সিনহাকে পা দিয়ে নাড়াচাড়া করে দেখেন। মেজর সিনহা তখনও জীবিত ছিলেন এবং পানি ও শ্বাস চাচ্ছিলেন। আসামি প্রদীপ কুমার দাশ তখন মেজর সিনহাকে অকথ্য ভাষায় গালাগালি করে বুকের বাম দিকে জোরে লাথি মারে এবং সিনহার মৃত্যু নিশ্চিত করার জন্য ওসি প্রদীপ কুমার দাশ তার পায়ের জুতা দিয়ে সিনহার গলায় পাড়া দিয়ে ধরলে সিনহার নড়াচড়া বন্ধ হয়ে যায়।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *