সমাজের আলো : শ্যামনগর আটুলিয়ায় সিলগালা করা অবৈধ ফয়সাল আমিন ক্লিনিকে ডাক্তার আনিছুর রহমানের ভুল অপরেশনে প্রসূতি মায়ের সদ্য ভূমিষ্ঠ যমজ শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে অপর শিশুর অবস্থা খুবই আশঙ্কাজনক। গত ইং ১৪ জুন দুপুরে এ ঘটনা ঘটেছে।উক্ত বেসরকারি ক্লিনিকের পরিচালনা সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে গত সপ্তাহে সাতক্ষীরা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে বেশ কয়েকটি ক্লিনিকের সাথে নওয়াবেকী বাজারের ফয়সাল আমিন ক্লিনিক সিলগালা করে দিয়েছিলেন। এসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছিল।তবে সরকারি সে নির্দেশনা না মেনে কর্তৃপক্ষের সাথে অনেকটা চ্যালেঞ্জ করে প্রতিদিন একইভাবে অবৈধভাবে ডাক্তার আনিছুর রহমানের নেতৃত্বে উক্ত ক্লিনিক পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন।
আর অবৈধভাবে পরিচালিত এই অনুপযোগী ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা উপজেলার ছোট কুপোট গ্রামের হেলাল হোসেন ও সালমা খাতুন দম্পতি তাদের সদ্যভূমিষ্ঠ এক সন্তানকে হারিয়েছে। জমজ দুই শিশুর অন্যজন এ রিপোর্ট লেখা পর্যন্ত জীবিত থাকলেও তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে চিকিৎসকরা।
আলোড়ন সৃষ্টিকারী এমন ঘটনা ঘটেছে গত ইং ১৪ জুন মঙ্গলবার বেলা বারোটার দিকে শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারসংলগ্ন ফয়সাল আমিন ক্লিনিকে।
জমজ দুই শিশুর একজনের মৃত্যু হলে অপর শিশুর পরিণতি উপলব্ধি করতে পেরে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
এদিকে দুপুরের পর বিষয়টি ছড়িয়ে পড়ার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার বিপ্লব কুমার দে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ঘটনাস্থল ফয়সাল আমিন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কর্তৃপক্ষ ক্লিনিক পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত উক্ত ক্লিনিক সিলগালা করা সহ ক্লিনিকের পরিচালক ফয়সাল আমিনকে আটক করে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে ক্লিনিক পরিচালনার অভিযোগে ক্লিনিক পরিচালক ফয়সাল আমিন কে এক মাসের সশ্রম কারাদণ্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তবে ক্লিনিক মালিক ও পরিচালক ফয়সাল আমিনের অবৈধ অনুমোদনহীন ক্লিনিকে সন্তান জন্ম দেওয়ার সময় জমজ দুই শিশুর একজনের মৃত্যু এবং অপরজনের সংকটাপন্ন অবস্থার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে কথা বলার জন্য ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
যদিও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিপ্লব কুমার দে জানান অনুমতি না থাকার অভিযোগে কয়েকদিন আগে ফয়সাল আমিন ক্লিনিক সিলগালা করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালনার সাথে জড়িতরা গোপনে আবারো কার্যক্রম শুরু করে। সিভিল সার্জন মহোদয় উক্ত ক্লিনিক এর ব্যাপারে কি সিদ্ধান্ত দেবেন সেই মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।
এদিকে উক্ত ক্লিনিকের আকলিমা খাতুন নামের একজন নিজেকে সেবিকা পরিচয় দিয়ে জানান মাত্র ৪ দিন আগে এম আর ক্লিনিকে এপেনডিক্স অপারেশন করতে যেয়ে এক শিশুকে মেরে ফেলা ডাক্তার আনিসুর রহমান মঙ্গলবার তাদের ক্লিনিকে সালমা খাতুন নামের ওই প্রসূতির অপারেশন করেন । সন্তানের অবস্থা খারাপ ছিল নাকি ভালো ছিল সেটা ডাক্তাররাই বলতে পারবে। তবে একটি বাচ্চা মারা যাওয়ার পর অপর শিশুকে নিয়ে প্রসূতির সাথে দ্রুত তাদেরকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা তিনি জানান।
ক্লিনিক পরিচালক ও মালিক ফয়সাল আমীন বলেন এসব বিষয় নিয়ে এখন আমি কোন কথা বলতে চাচ্ছি না।
এ বিষয়ে প্রসূতি মায়ের অপারেশন করা ডাক্তার আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অপরেশন করার পরে জমজ দুটি বাচ্ছার মধ্যে একটি বাচ্চা মৃত্যু হয়, অপার বাচ্চাটা জন্মের পর অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়আ হয়েছে। অনুমোদনহীন একটি ক্লিনিকে এভাবে অপারেশন করা যায় কিনা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমার সিনিয়ররা যদি অপারেশন করতে পারে তাহলে আমার কাজ করতে বাঁধা কোথায়।
উল্লেখ্য গত ১ সপ্তাহ আগে শ্যামনগর সদরে এই কসাই নামে পরিচিত ডাক্তার আনিসুর রহমানের নিজের ক্লিনিক এম আর নামিয় ক্লিনিকে মৌতলা গ্রামের ৮ বছরের রাফিজা নামের একটি শিশুকে এপেনডিকস অপারেশনের পর অচেতন অবস্থায় তার করুন মৃত্যু হয়েছে পরে ৪ লক্ষ টাকা দিয়ে মিটমাট করে নেয়। শুধু তাই নয় এই ডাক্তার আনিছের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেলা সহ ভুল অপরেশনে বহু শিশু থেকে বৃদ্ধা মানুষের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার হোসেন সাফায়েত জানান কয়েকদিন আগে সিলগালা করা সত্বেও এমন একটি ক্লিনিক আবারো সচল করে চিকিৎসা সেবার নামে সেখানে মানুষ হত্যার ঘটনা ঘটছে। আমার একার পক্ষে যতটা সম্ভব সমগ্র উপজেলা চসে বেড়াচ্ছি। এসব অবৈধ ক্লিনিক এবং অর্থ উপার্জনের মনোবাসনায় লাগাম টানা না গেলে ভুল চিকিৎসায় অসংখ্য মানুষের নানা ধরনের ক্ষতির সম্ভাবনা দিন দিন বেড়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সময়োপযোগী সিদ্ধান্ত আসবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

