সমাজের আলো :- বাঘের হামলায় এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার সকালে সুন্দরবনের ভারত সীমান্ত এলাকায় নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে।আজ তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মৌয়ালের নাম মনিরুজ্জামান বাচ্চু। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের আবুল কাসেম গাজীর ছেলে।
সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান,মনিরুজ্জামান চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় বাঘ তার উপর হামলা চালায়। তাকে নিয়ে বাঘ গহীন বনে নিয়ে যেতে থাকে।তার সাথিরা জানতে পেরে লাটি-সোটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে। তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। তার আগে মনিরুজ্জামানের মৃত্যু ঘটে।
আজ সকালে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে।
