রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যু জাহাঙ্গীর সানা কতৃিক পুকুরে পচা মাছ ফেলে পানি দূষিত করার প্রতিবাদ করায় ৩ মহিলাকে পিটিয়ে জখম।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দাতনেখালি গ্রামের আব্দুল কুদ্দুস সানার দুই কন্যা সহ এক মহিলাকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করেছে। আহত অবস্থায় আবদুল কুদ্দুস সানার মেয়ে রুফা বেগম, রোকিয়া বেগম ও আব্দুল আলিম সানার স্ত্রী সুফিয়া বেগম শ্যামনগর হাসপাতাল ভর্তি। অভিযোগ সূত্রে জানা যায়, কুদ্দুস সানার ব্যবহৃত পুকুরে কাঁকড়া সফট সেল প্রোজেক্টের পচা মাছ ফেলে পুকুরের পানি দূষণ করার প্রতিবাদ করায় আত্মসমর্পণকারী বনদস্যু মাওলা সানার পুত্র জাহাঙ্গীর সানা, সিরাজুল সানা, মোসলেম সোনার পুত্র মাসুম সানা, রশিদ সানার পুত্র আব্দুস সালাম সানার নেতৃত্বে ১৭/১৮ জন দলবদ্ধ হয়ে কুদ্দুস সানার মেয়েদের উপর সন্ত্রাসী হামলা করে। অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীদের সহিত কুদ্দুস সানার জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলমান। এর আগেও কয়েকবার হামলাকারীরা কুদ্দুস সানা ও তার ছেলে মেয়েদের উপর হামলা করার ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়। এই মামলা করার পর থেকে বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি করে চলছে বলে অভিযোগ করেন। সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যু জাহাঙ্গীর সানার আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। জাহাঙ্গীর সানার হাত থেকে রেহাই পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে পরিবারটি।
