উপকূলীয় প্রতিনিধিঃ গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার সময় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে মৃত্যু কালিপদ বর্মনের ছেলে , রবীন্দ্রনাথ (ঠাকুর ) ও মৃত্যু শত্রুঘনের ছেলে , ঝন্টু বর্মনের পুকুরে বন্যপ্রাণী ভোদড় গেলে জাল দিয়ে ধরে পিটিয়ে হত্যা করে।স্থানীয়রা বারবার মারতে নিষেধ করলেও কারো কথা কর্ণপাত না করে প্রকাশ্য পিটিয়ে হত্যা করে। সিপিপির স্বেচ্ছাসেবক নুর আলম (মশাল)বলেন আমরা ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও কোনো রক্ষা হলো না আমাদের সামনে পিটিয়ে মারল। উল্লেখ্য গত চারদিন আগে ৩৩ বিজিবি সাতক্ষীরার উদ্ধারকৃত বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত করে। রবিবার দুপুর ২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ান থাকে উক্ত বন্যপ্রাণী বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের কাছে সুন্দরবনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়।বন্যপ্রাণীর মধ্যে ছিল ২ টা ভোঁদড়, ১ ঈগল ও ৬টা খরগোশ। বুড়িগোয়ালীনি ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও মুন্সীগঞ্জ টহল ফাঁড়ীর ওসি জিয়াউর রহমানের উপস্থিতিতে মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়। বিলুপ্তপ্রায় ভোঁদড় পিটিয়ে মারায় স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

