সমাজের আলো : বুধবার সন্ধ্যায় খুলনা রেঞ্জের খাসিটানা বন টহল ফাঁড়ির আওতাধীন মান্দারবাড়িয়া খাল থেকে আনুমানিক ৩০ কেজি হরিণের মাংস, ২টি ভেষালি জাল, ৩ বোতল বিষ, ৩০০টি হরিণ ধরা ফাঁদ ও ২টি নৌকা আটক করেছে পশ্চিম সুন্দরবনের স্মার্ট পেট্রল টিমের দলনেতা মোবারক হোসেন। বনবিভাগের স্মার্ট টিমের সদস্যরা জানান, বহুদিন ধরে শিকারী চক্রটি সুন্দরবন থেকে বন্য প্রাণী ধ্বংস করে যাচ্ছে। তবে অভিযানে চোরা শিকারী চক্রের সদস্যদের আটক করা যায়নি।

