সমাজের আলো : ২১ জুলাই থেকে সুন্দরবনে শুরু হয়েছে মাছ কাঁকড়া ও গোলপাতা মধু আহরণের বিএলছি নবায়ন কার্যক্রম। এই কার্যক্রমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশনে কর্মকর্তারা বিএলছি ধারী জেলেদের কাছ থেকে প্রতিটি বিএলছিতে সরকারী রাজস্ব প্রতি নৌকায় ১০০মনে ৩৪ টাকা ৫০ পয়সা। আর ঘুষ ৯৬০ টাকা। মোট ১হাজার টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে জেলেদের পুরাতন বিএলছি প্রতিবছর নবায়ন শুরু হয় ১লা জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত, কিন্তু বনবিভাগ এবার গত ২১/৭/২০২৩ তারিখ থেকে হাটবাজারে বিএলছি নবায়ন করবে বলে মাইকিং করছেন এবং প্রতিটি অফিসে নিয়োজিত দালালদের মাধ্যমে জানিয়ে দিয়েছে প্রতিটি বিএলছিতে ১হাজার টাকা দিতে হবে। সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশন কবাতক বুড়িগোয়ালিনী কদমতলা কৈখালি এই ৪টি স্টেশনের দুই দশজন দালালসহ গোপন বৈঠক করছেন। এবার জেলেদের বিএলছি নবায়নে ১হাজার টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২২/৭/২০২৩ তারিখে মুন্সীগঞ্জ জেলেপাড়া জেলে আদম আলী সহ প্রায় ৪০/৫০জন জেলে কদমতলা অফিসে বিএলছি নবায়নের জন্য যায়। অফিসে দায়িত্বরত কর্মকর্তারা জেলেদের নিকটে ১হাজার টাকা দাবি করছেন। জেলেরা বলেন, স্যার! আমাদের ৩মাস পাশ বন্ধ। নিজেরাই খেতে পারছি না! ১হাজার টাকা কিভাবে দেবো! একটু কমিয়ে নিন! এই সময় অফিস থেকে জেলেদের বের করে দেয়। প্রাপ্ত তথ্য মতে জানা যায় সরকারি নীতিমালায় রয়েছে প্রতি ১০০মন পরিমাপের নৌকার বিএলছির সরকারি রাজস্ব ৩৪ টাকা থেকে ৪৮ টাকা রাজস্ব হয়। অধিকাংশ মাছ কাঁকড়া আহরণের নৌকায় স্বাভাবিক ২৫মন পরিমাপের হয়ে থাকে। অসাধু কর্মকর্তারা নানাপ্রকার চাপপ্রয়োগ ও ভয় হুমকি প্রদর্শন করে প্রতিটি ২৫মনের নৌকার বিএলছি নবায়নে ২০২৩ ও ২৪ অর্থবছরে জেলেদের কাছ থেকে আদায় করছে ৮০০ থেকে ১,০০০ টাকা। সরজমিনে গেলে গাবুরা জেলে আমিনুর বুড়িগোয়ালিনী শফিকুল মুন্সীগঞ্জ সর্দারপাড়া মন্টু মন্ডল, কেদার মন্ডল, চুনকুড়ি গ্রামের শ্রী চন্দ্রকান্ত মন্ডল, জয়দেব মন্ডল হরিনগর গ্রামের কামরুল, কৈখালি মিজানুর, মিরগাং গ্রামের আবুল, মুন্সীগঞ্জ জেলেপাড়া বাবু সুবাস মন্ডল, আদম আলী এই প্রতিবেদককে জানান, ২০২৩ সালে বিএলছি নবায়নে ১০০মনের নৌকা বিএলছি নবায়নে ১হাজার টাকা বনবিভাগকে দিতে হবে বলে তাঁদের নিয়োজিত দালালদের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছে। নাম অনিচ্ছুক এক বনকর্মকর্তা জানান প্রতিবছর বিএলছি নবায়নে আমাদের ডিপারমেন্ট উপরমহলে দিতে হয় ২-৩লক্ষ টাকা। যার কারণে জেলেদের সাথে বিএলছি নবায়নে দর কষাকষি করতে হয়। এবং সুন্দরবনের কর্মকর্তা কর্মচারীদের নানা খাতওয়ারি সিমাহিন ঘুষ-বাণিজ্য দীর্ঘ ধরে চলে আসছে। তাদের ঘুষ-বানিজ্য ব্যাঘাত হলে নানান অজুহাত খাড়া করে জেলে-বাওয়ালিদের উপর নানা নির্যাতন চালায় এবং তাদের নিয়োজিত দালালদের মাধ্যমে বনমামলা দেওয়ারও হুমকি দেয়। জেলে-বাওয়ালিরা জীবন-জিবিকার তাগিদে তাদের দাবি মানতে বাধ্য হয়। দাবিকৃত ঘুষের টাকা দিতে হয়।
