সমাজের আলো: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ সংলগ্ন লোকালয় পশ্চিম রাজাপুর গ্রামে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল সকালে গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রয়েল বেঙ্গল টাইগারের (বাঘ) পায়ের অসংখ্য তাজা ছাপ দেখতে পেয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ধারণা করছে বুধবার রাতে দুটি বাঘ সুন্দরবন ছেড়ে লোকালয়ে ঢুকেছে। তবে সুন্দরবন বিভাগ জানিয়েছে, বুধবার রাতে দুটি নয়, একটি বাঘ লোকালয়ে ঢুকে ভোর রাতে আবারও সুন্দরবনে ফিরে গেছে।
