ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় আমফানে ভাঙ্গন কবলিত গাবুরা ইউনিয়নে শুক্রবার বিকাল চারটায় দুর্গত মানুষের মাঝে মুন্সিগঞ্জ সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার উদ্যোগে আমেরিকার দি ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রফেসর জেসন কনস্ এর অর্থায়নে প্রথম পর্যায়ে ১০০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে চিড়া, চিনি ,মুড়ি,সেমাই, সাবান, খাওয়ার স্যালাইন,ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ ভাঙ্গন কবলিত বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার সভাপতি ও সুপ্রভাত সাতক্ষীরার প্রতিনিধি জি এম মাছুম বিল্লাহ সুন্দরবন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিলাল হোসেন ও সদস্য সচিব আলম সরদার, গাবুরা রক্তদান সংস্থার হুদা মালি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
