রবিউল ইমলাম: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জকে জলদস্যুমুক্ত সম্পূর্ণ নিরাপদ অঞ্চল গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ কাজ শুরু করেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির পাশ্ববর্তী চুনানদী থেকে গভীর সুন্দরবনের দোবেকী নদী সংলগ্ন সুন্দরবন এলাকায় পুলিশের এ সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে রাত্রি পর্যন্ত এই সশস্ত্র মহড়া পরিচালিত হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ মহড়ার নেতৃত্ব দেন।অভিযানে সার্বিক সহযোগিতা করেন কালিগন্জ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, শ্যামনগর থানার ওসি আলহাজ্ব নাজমুল হুদা । মহড়ায় অংশ নেয় সাতক্ষীরা ডিবি পুলিশের চৌকস দল, শ্যামনগর থানা পুলিশ ও জেলা পুলিশের বিশেষ দল।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। সুন্দরবনের ঐতিহ্য রক্ষার পাশাপাশি নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। সুন্দরবনের সম্পদ পাঁচার বা বনদস্যুতার চেষ্টা করলে তাদের শক্তভাবে দমন করা হবে। অপরাধ চক্র যত শক্তিশালী তার থেকে ঢের শক্তিশালী পুলিশ বাহিনী। যে কোন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে শুন্য সহিষ্ণু অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। সুন্দরবনের নিরাপত্তা প্রতিষ্ঠায় পুলিশ অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা দেখাবে প্রয়োজনে নিষ্ঠুর আচরণ করবে।তিনি পুলিশের আহবানে সাড়া দিয়ে বনদস্যু, জলদস্যুসহ সকল অপরাধীদের আইনের কাছে আত্মসমর্পন করার পরামর্শ দেন।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের সুন্দরবন এলাকায় যথাযথ নিরাপত্তার জন্য গভীর জঙ্গলের ভিতরে এক ব্রিফিংয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।ব্রিফিংয়ে তিনি সুন্দরবনে মৎস্য সম্পদ ধ্বংশকারী অপরাধী চক্র যারা শক্তিশালী বিষ সুন্দরবনের নদীনালাতে প্রয়োগ করে নির্বিচারে বিভিন্ন প্রজাতীর মাছ সমূলে হত্যা করছে তাদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করেন। একই সাথে তিনি বৈশ্বিক মহামারী করোনাকালীন সতর্কতা অনুযায়ী সকল কর্মকান্ড পরিচালনার আহবান জানান।
