রবিউল ইসলামঃ প‌শ্চিম সুন্দরব‌ন সংলগ্ন লোকাল‌য়ের কা‌ছে বা‌ঘের দেখা মি‌লে‌ছে। মঙ্গ‌লবার (১৯ জানুয়া‌রি) দীর্ঘ নয় বছর পর লোকাল‌য়ের কা‌ছে বাঘ দেখার মাত্র এক‌দিন পর বুধবারও লোকাল‌য়ের কা‌ছে দেখা গে‌ছে বাঘ। মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার কলবা‌ড়ি সংলগ্ন সুন্দরবন এবং বুধবার দা‌তিনাখালীর হু‌লোর ম‌ো‌ড়ের বিপরী‌তে সুন্দরব‌নে বা‌ঘ দেখা গে‌ছে। এ‌দি‌কে, নদী পার হ‌য়ে বাঘ লোকাল‌য়ে প্র‌বেশ কর‌তে পা‌রে এমন আশংকায় সুন্দরবন সংলগ্ন গ্রামগু‌লো‌তে আতংক দেখা দি‌য়ে‌ছে। এজন্য বুধবার রা‌তে সকল‌কে সতর্ক থাকার আহবান জা‌নি‌য়ে স্থানীয় মস‌জিদগু‌লো থে‌কে মাইকিং করা হ‌য়ে‌ছে। শ্যামনগ‌রের সুন্দরবন প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংবা‌দিক বিলাল হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, পরপর দু‌দিন বাঘ দেখা যাওয়ায় একটু আতংক র‌য়ে‌ছে। এজন্য মস‌জিদগু‌লো থে‌কে মাই‌কিং ক‌রে সতর্ক করত‌ে শুনেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *