সমাজের আলোঃ সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সুমন আজ পুরোপুরি সুস্থতা লাভ করেছেন। শুক্রবার সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার তাকে সুস্থ ঘোষনা করেন।তার বাড়ি লকডাউন তুলে নেওয়া হয়।২৬ তারিখে স্বাস্থ্য কর্মী সুমনের করোনা আক্রান্ত হন।এরপর থেকে তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। দু দফা নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে নেগেটিভ রিপোর্ট আসে।
শুরু থেকেই জেলা পুলিশ তাকে আন্তরিক সহযোগিতা করে আসছে। তার বাড়ির লকডাউন তুলে নেয়া হয়েছে। পরপর দুটি রিপোর্ট নেগেটিভ আসায় তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।
করোনা মুক্ত হওয়ায় আজ শুক্রবার (১৫ মে) ২০২০ সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে অভিনন্দিত করেন। এ সময় তাঁর সাথে ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ।
উল্লেখ্য, গত ১৩ এবং ১৪ মে,’২০ পরপর দু’টি টেস্ট রিপোর্ট নেগেটিভ আসাতে মাহমুদুল হাসান এর বাসার লকডাউন খুলে দেওয়া হয় এবং লাল পতাকা নামিয়ে ফেলা হয়। আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করায় এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করায় পুলিশ সুপার মহোদয় সুমনকে অভিনন্দন জানান। উল্লেখ্য গত ২৫ এপ্রিল যশোর হতে শার্শায় কর্মরত মেডিকেল টেকনিশিয়ান মাহমুদুল হাসান সুমনের করোনা পরীক্ষার নমুনা পাঠানো হলে পরের দিন ২৬ এপ্রিল তিনি করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হন। তখন মাহমুদুল হাসান উত্তর কাটিয়া, সাতক্ষীরায় তার বাসাতে অবস্থান করায়, সাথে সাথে সাতক্ষীরা জেলা পুলিশ, উত্তর কাটিয়ায় অবস্থিত তার বাসাটি লকডাউন করে এবং তিনি বিভিন্ন সময় যে সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিলেন এবং যারা তার দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল, এমন পাঁচটি বাসা ( রাজনগর, লাবসায় অবস্থিত) লকডাউন করা হয়। লকডাউন থাকাকালে সাতক্ষীরা জেলা পুলিশ উক্ত ব্যক্তিদের নিয়মিত খোঁজখবর রাখে এবং প্রয়োজনীয় সহযোগিতা করে। করোনা সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলা পুলিশ মাহমুদুল হাসান সুমনের উত্তর কোরিয়ায় অবস্থিত বাসাসহ তার রাজনগরে অবস্থিত গ্রামের বাসা এবং আরো চারটি বাসা ২৪/৭ নজরদারিতে রাখে। বর্তমানে মাহমুদুল হাসান সুমন সম্পূর্ণ সুস্থ এবং তার দ্বারা অন্য কোন ব্যক্তি সংক্রমিত হননি।
