সমাজের আলো : ভারতের নাগপুর বিমানবন্দরে ১২৪ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম মারা গেছেন। আজ রোববার নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গত শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ‘হার্ট অ্যাটাক’ করেছিলেন ক্যাপ্টেন কাইউম।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ড. আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল জানান, সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুত ক্যাপ্টেনের মরদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *