সমাজের আলো: মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম এঁর আত্মার শান্তি কামনা করে প্রর্থনা সভা আয়োজন করেছে সারাদেশে সাতক্ষীরার অধিবাসী চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংগঠন ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরা। ২৫ আগস্ট তাঁর মৃত্যু দিনে পুরাতন সাতক্ষীরাস্থ মায়ের বাড়ি মন্দিরে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ পেশাজীবি বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, জয় মহাপ্রভু সেবক সংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গোষ্ঠ বিহারি মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ রঘুজিৎ গুহ, নারায়নগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট পলাশ দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি নিত্যানন্দ আমিন, সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সহ সম্পাদক বিকাশ দাশ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আজ সারাদেশে সেক্টর কমান্ডার চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম বিদেহী আত্মার শান্তি কামনায় সকল মঠ ও মন্দিরে প্রার্থনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *