রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে একটি মাছরাঙ্গা পাখির নেটের সঙ্গে আটকে আছে অনেকক্ষণ যাবৎ ছটপট ছটপট করছে বাহির হবার জন্য। কিন্তু কোনোভাবেই সে বাহির হতে পারছে না তখনি প্যান্ট গুটিয়ে পানিতে লেবে গেলাম দেখি যে আমার প্যান্ট ভিজে যাচ্ছে , আশেপাশে তমন কেউ নাই, একটু দূরে দাঁকিয়ে দেখি যে একটি বাসার ভিতরে কেউ যেনো ঘুমিয়ে আছে তাকে গিয়ে বললাম যে ভাই আপনার গামছা টা দিবেন তিনি বললেন দিতে পারি কিন্তু আমার গামছা টা ভিজানো যাবে না আমি বললাম যে ঠিক তাই হবে। গামছা পরে পানিতে লেভে পাখি টি কে উদ্ধার করে অবমুক্ত করে দিলাম। সেভ ওয়াইল্ড লাইফ তালা, সাতক্ষীরা ।
