নোয়াখালী প্রতিনিধিঃ- ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজারে, দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক মোঃ নুর আলমের সাথে অশালীন আচরণ, মোবাইল কেড়ে নেওয়া,গালমন্দ ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম হায়দার কাজলের ছোট ভাই মামুন ও স্থানীয় সেলিম পিতা আবদুল মান্নান সহ মিছিলে থাকা ২০/৩০ জন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পুরো সোমপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
কিছুক্ষণ পর মোবাইল ফোনটি স্থানীয় জনগণের হস্তক্ষেপে ফেরত দেওয়া হয়। তবে মোবাইল ফোন ফেরত দেওয়ার সময় মামুনের সাথে থাকা, লোকজন সম্পাদক নুর আলমকে বিভিন্ন রকম হুমকি-ধামকি প্রদান করে।
মোবাইলটি কেটে নেওয়ার সময় মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম হায়দার কাজলকে, বারবার ডাকা হলেও তিনি সম্পাদকে সহায়তা করতে এগিয়ে আসেননি।
তিনি সোমপাড়া উত্তর বাজার ব্রীজের থেকে মিছিল নিয়ে দক্ষিণ দিকে চলে যান।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরকে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে জানানো হয়েছে। এ রিপোর্ট লেখার সময় চাটখিল থানার পুলিশ ঘটনার সাথে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মাঠে নেমেছেন বলে জানিয়েছেন।
বিষয়টি নোয়াখালী জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।উল্লেখ্য আসন্ন ইউপি নির্বাচনে কাজল চেয়ারম্যানের ভাইয়েরা গত কয়কদিন ধরে এলাকায় একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আসছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *