সমাজের আলো: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ সোমবার সকাল ৬টা থেকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেতু বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়।

