সমাজের আলো: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আল শাবাব নামের অস্ত্রধারী গ্রেুপের হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।স রবিবার হোটেলটির মধ্যে বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ৩ ঘণ্টাব্যাপি গোলাগুলি হয়। |আরো খবরবন্ধুর ঘুষিতে বন্ধু নিহতদিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতসিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড বিএনপি: কাদের গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ৫ বন্দুকধারীসহ ১১ জন ভিকটিম নিহত হয় বলে জানায় দেশটির একজন সরকারি মুখপাত্র। ভয়াবহ এ সংঘাতে গুরুতর আহত ৪৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে বোমা হামলা করে হোটেলটির নিরাপত্তা গেট উড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা দৌড়ে হোটেলে প্রবেশ করে। পরে সামরিক বাহিনীর সদস্যরা অপারেশনে অংশগ্রহণ করে তাদের হটিয়ে দেয়। হোটেটির মালিকানা ছিল দেশটির একজন আইনজীবী ও সাবেক অর্থমন্ত্রী আব্দুল্লাহী মুহাম্মদ নূর। ২০১১ সালে আল শাবাকে রাজধানী থেকে নির্মূল করা হলেও মাঝে মাঝেই তারা মোগাদিসুতে আক্রমণ চালায়।
