সমাজের আলো: স্বামী থাকা সত্ত্বেও ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক যুবকের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন ভা’রতের পশ্চিমবঙ্গের সোমা দাস। কেবল বিয়ে করা পর্যন্তই নয়, দ্বিতীয় স্বামী পরিতোষ মণ্ডলকে নিয়ে প্রথম স্বামীর বাড়িতে থাকছিলেন তিনি।প্রতিবেশীদের অ’ভিযোগ, শুধু থাকাই নয়, স্বামীর ওপর ক্রমাগত অ’ত্যাচার করত সোমা। খেতে না দেওয়া, মা’রধরের মতো ঘটনা লেগেই থাকত। পরে সোমা’র বি’রুদ্ধে পু’লিশে অ’ভিযোগ দায়ের করেন প্রতিবেশীরা।এর জে’র ধরে আজ শনিবার সকালে সোমা এবং পরি’তোষকে আ’ট’ক করে পু’লিশ। ভা’রতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, বেহালার শিশিরবাগানের বাসিন্দা সোমা দাসের বহু বছর আগে বিয়ে হয়েছে।স্বামী, ছে’লে নিয়ে ঠিকঠাক চলছিল সোমা’র সংসার। সংসারের কাজ সামলে প্রথম প্রথম ইন্টারনেটে কিছু সময় কা’টাতেন তিনি। এরই মধ্যে ফেসবুকে কো’চবিহারের যুবক পরিতোষ ম’ণ্ডলের সঙ্গে ব’ন্ধুত্ব তৈরি হয় তার।এরপর ক্রমেই পরি’তোষের সঙ্গে ঘনি’ষ্ঠতা বাড়তে থাকে। পরি’তোষ জানতে পারেন, সোমা বেহালার শিশিরবাগানের বাসিন্দা। প্রে’মের টানে কোচবিহার থেকে কলকাতায় দৌড়ে যান তিনি। তারপর যা হলো, তা যেকোনো সিনেমা’র চিত্রনাট্যকেও হার মানায়।
