সমাজের আলো : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে (১৭) দল বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এই অভিযোগে আবদুর রহমান (২৮) ও মো. ইব্রাহিম (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে অনলাইন পরীক্ষার নোট নেয়ার জন্য বান্ধবীর বাড়ি যাওয়ার পথে দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের ঘটনা ঘটে। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে আবদুর রহমান ও ইব্রাহিমের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। আজ দুপুরে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

