সমাজের আলো : রংপুরের তারাগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে মূল আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোজ্জাম্মেল হক বদরগঞ্জ উপজেলার শেখেরহাট গ্রামের মোজা মিয়ার পুত্র মিঠুন আলী, মো. আব্দুল আজিতের পুত্র নুরুজ্জামান সরকার, জবান আলীর পুত্র নাসিম হোসেন, আব্দুল মজিদের পুত্র আল-আমিন হোসেন। ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার শেখেরহাট এলাকার মোজাহার আলীর ছেলে মিঠুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত সোমবার রাতে মিঠুন স্কুলছাত্রীকে রাতের অন্ধকারে বাড়ির পার্শ্বে নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে ৩ জন সহযোগীসহ সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সে সময় অভিযুক্তরা স্থান থেকে পালিয়ে যায়।

