সমাজের আলো : কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে অষ্টম শ্রে‌ণির এক স্কুলছাত্রী‌কে ধর্ষণ ও মোবাইল ফো‌নে সেই দৃশ্য ধার‌ণের অভিযো‌গে অবসরপ্রাপ্ত সরকারি এক কর্মকর্তাকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (১১ মার্চ) দুপু‌রে অভিযান চা‌লি‌য়ে আব্দুল বারিককে গ্রেফতার ক‌রে ক‌রিমগঞ্জ থানা পু‌লিশ। এর আগে সকালে এ ঘটনায় মেয়ে‌টির বাবা বাদী হ‌য়ে প‌র্ণগা‌ফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক‌রিমগঞ্জ থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। আবদুল বারিক উপ‌জেলার জয়কা ইউ‌নিয়‌নের কামার আচিয়া গ্রা‌মের মৃত আ. জ‌লি‌লের ছে‌লে। পু‌লিশ জানায়, আবদুল বা‌রিক গত ৫ ফেব্রুয়া‌রি দুপু‌রে তার প্র‌তি‌বেশী ওই স্কুলছাত্রী‌কে কা‌জের কথা ব‌লে নি‌জের নতুন ঘ‌রে নি‌য়ে যায়। এসময় বা‌রিক দরজা বন্ধ ক‌রে মে‌য়ে‌টি‌কে জোর ক‌রে ধর্ষণ ক‌রে। এমনকি ধর্ষ‌ণের ওই দৃশ্য নি‌জের মোবাইল ক্যা‌মেরায় ধারণ ক‌রেন তি‌নি। ধর্ষ‌ণের কথা বল‌লে মোবাইলের ওই দৃশ্য সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দেয়ার হুমকি দেন বা‌রিক। এদি‌কে, সম্প্র‌তি মোবাই‌লে থাকা ধর্ষ‌ণের দৃশ্য দে‌খে ফে‌লেন বা‌রি‌কের স্ত্রী। ফ‌লে এ ঘটনা জানাজা‌নি হ‌য়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করলে পরপরই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আব্দুল বারিককে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *