সমাজের আলো : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি তোফায়েল আহমদকে গাছে বেঁধে নির্যাতন করেছে গ্রামের এক প্রভাবশালী। সম্প্রতি ওই দপ্তরিকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার মুক্তাখাই গ্রামের শাহনুর মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই দপ্তরি। এলাকাবাসী জানান, অভিযুক্ত শাহানুর মিয়ার কাছ থেকে দুই বছর আগে এক লাখ টাকা ধার নেন একই গ্রামের মো. শাহজাহান। এতে জামিনদার হন শাহজাহানের চাচাতো ভাই তোফায়েল। পরে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান শাহজাহান। গত রোববার টাকা আদায় করতে গিয়ে তোফায়েলকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন শাহনুর। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন জানান, টাকা লেনদেন নিয়ে ঘটনাটি ঘটেছে। টাকার জামিনদার দপ্তরি তোফায়েলকে বেধড়ক মারপিট করেছেন শাহনুর। দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত চলছে। ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

