সমাজের অলো : পঞ্চগড়ে এক ব্যক্তিকে ঘুম থেকে ডেকে প্রতিবেশী চার যুবক। এতেই ক্ষান্ত হননি, ভুক্তভোগী ওই ব্যক্তির অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ধর্ষণ করেছেন তারা। এ ঘটনায় আজ সোমবার বিকেলে পরিবার পঞ্চগড় সদর থানায় দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ ওই চার যুবককে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার আসামিরা হলেন- জগদল দক্ষিণ গোয়ালপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নুল হক (২৫), একই এলাকার এন্তাজুল ইসলামের ছেলে রনী ইসলাম (২৪), শহিদুল ইসলামের ছেলে নুর হোসেন (২১), আব্দুল মালেকের ছেলে শাহিন হোসেন (২১)।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার ওই চার যুবক প্রতিবেশী এক দিনমজুরকে চা পাতা তোলার জন্য ডেকে তোলে। পরে একটি চা বাগানে নির্জন স্থানে নিয়ে ওই চার যুবক তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে। এরই ফাঁকে জয়নুল ওই দিনমজুরের ঘরে ঢুকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ধর্ষণ করে। সোমবার সকালে বিষয়টি তারা পরিবারের লোকজনকে অবহিত করেন। পরে স্থানীয়রা ওই চার যুবককে আটক করে পুলিশে দেয়।

