সমাজের আলো: হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন ৪৮ বছর বয়সী এক ইতালিয়ান ব্যক্তি। কারণ স্ত্রী সঙ্গে ঝগড়া। তিনি সিদ্ধান্ত নেন ‘মাথা ঠাণ্ডা না হওয়া পর্যন্ত’ থামবেন না। এভাবে হাঁটতে হাঁটতে তিনি একসময় বাড়ি থেকে ৪২০ কিলোমিটার দূরে পৌঁছে যান ইতালিয়ান পুলিশ গত ১ ডিসেম্বর স্থানীয় সময় রাত ২টার দিকে তাকে একটি জাতীয় মহাসড়কের পাশ থেকে আটকায়। কারণ ইতালিতে মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলছে কারফিউ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। তালিয়ান গণমাধ্যম রেস্তো দেল কার্লিনো জানায়, টানা এক সপ্তাহ হেঁটে ইতালির কোমো প্রভিন্স থেকে হেঁটে ৪২০ কিলোমিটার দূরের এলাকা ফানোতে পৌঁছান তিনি। এই সময়ের মধ্যে দৈনিক ৬৫ কিলোমিটার হেঁটেছেন তিনি।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক