সমাজের আলো: স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলায় কালিগঞ্জ তেতুলিয়া বিটিজিআর স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক লম্পট শেখ তুহিন গ্রেফতার করা হয়েছে। পাটকেলঘাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানাযায়, কালিগঞ্জ মৌতলা গ্রামের শেখ মুস্তাফিজুর রহমান তুহিন শ্যামনগর হরিতলার খান আব্দুস সালামের মেয়ে ফতেমা আক্তার জোহরা হীরার সাথে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ফেসবুক ম্যাসেংজারের মাধ্যমে ওই মেয়ের সাথে তার গভীর সম্পর্ক গড়ে তোলে। শেখ তুহিন ওই মেয়ে কে বিয়ে করার জন্য পরিকল্পিত ভাবে তাহার বিয়ে করা স্ত্রী নাসরীন কে নির্যাতন করতেকালিগঞ্জ তেতুলিয়া বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মুস্তফা কামাল রাল্টু বলেন আমরা শেখ তুহিনকে বার বার সর্তক করলেও সে তাহার স্ত্রী কে বিভিন্ন সময় নির্যাতন করতে থাকেন। তাহার বিরুদ্ধে স্কুল খোলার পরে ব্যবস্থা নেব।a

