সমাজের আলো।। স্ত্রী রান্না করতেন না—এমন অভিযোগে তিন বছরে তিনটি বিয়ে করার ঘটনায় ভারতের বিহার রাজ্যে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম পিন্টু বার্নওয়াল। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, পিন্টুর প্রথম ও দ্বিতীয় স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন এবং আইনগত বিচ্ছেদ ছাড়াই একাধিক বিয়ে করার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২ ডিসেম্বর পিন্টুর সঙ্গে প্রথম স্ত্রী খুশবু কুমারীর বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে খুশবুর পরিবার তিন লাখ টাকা, ২০ গ্রাম ওজনের হার, ১৫ গ্রাম ওজনের আংটি এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রী যৌতুক হিসেবে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এরপরও খুশবুকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়।
খুশবুর দাবি, কোনো ধরনের তালাক না দিয়েই পিন্টু প্রথমে দ্বিতীয় এবং পরে তৃতীয় বিয়ে করেন। তার অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় স্ত্রীর একটি ১০ মাস বয়সী সন্তান এবং তৃতীয় স্ত্রীর একটি এক মাস বয়সী সন্তান রয়েছে।
পিন্টুর দ্বিতীয় স্ত্রী গুড়িয়া কুমারীও একই ধরনের অভিযোগ করেছেন। তিনি জানান, বিয়ের পর তার কাছে পাঁচ লাখ টাকা এবং একটি গাড়ি যৌতুক হিসেবে দাবি করা হয়। যৌতুক দিতে অক্ষম হওয়ায় তাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে জানতে পারেন, তাকে কিছু না জানিয়ে এবং তালাক না দিয়েই পিন্টু তৃতীয় বিয়ে করেছেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পিন্টু বার্নওয়াল। তার দাবি, যৌতুক নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, তার মা বয়স্ক ও অসুস্থ। প্রথম দুই স্ত্রী কেউই রান্না করতেন না, ফলে তাকেই ও তার মাকে রান্না করে খাওয়াতে হতো। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি একাধিক বিয়ে করেছেন বলে দাবি করেন।
পিন্টু আরও অভিযোগ করেন, প্রথম স্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং একসময় তাকে ও তার মাকে হত্যার চেষ্টাও করেছিলেন। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগগুলো তিনি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

