সমাজের আলো : ঝালকাঠিতে স্বামী মতিয়ার রহমানের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজী পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে স্ত্রী কলেজছাত্রী মারিয়া রহমানকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে, ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জানান, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের চলমান অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণকারী ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমানের পরিবর্তে তার স্ত্রী বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী মারিয়া রহমান প্রক্সি দেন। প্রক্সির এ বিষয়টি ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরিদর্শকদের নজরে আসলে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। পরে ওই ছাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি দেয়ার অপরাধে মারিয়া রহমানকে এক বছরের কারাদণ্ড প্রদান কর হয়।
দণ্ডপ্রাপ্ত মারিয়ার স্বামী মতিয়ার রহমান ঝালকাঠি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শহরের নেছারাবাদ এলাকার বাসিন্দা।

