সমাজের আলো: এখন নতুন করে জীবন পাইছি। একসময় টেনশন করতাম। লোকের সামনে কেমনে মুখ দেখাইব, তা ভাবতাম। আত্মহত্যা করতেও ইচ্ছা করত। কিন্তু করব না। শেষ দেখব। যত দিন বাঁচি থাকব, যুদ্ধ করি বাঁচব।’ দৃঢ়ভাবে কথাগুলো বললেন বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতনের শিকার ওই নারী। রাজধানীতে এই নারীর সঙ্গে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) কার্যালয়ে বসে কথা হয়। ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বললেন, আগে যেভাবে তিনি সমাজে চলাফেরা করতে পারতেন, তা আর তাঁর পক্ষে করা সম্ভব হচ্ছে না। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানুষ তাঁকে নিয়ে অতি–উৎসাহী হওয়ায় তিনি বাবা বা স্বামীর বাড়িতে থাকতে পারেননি। ঘটনার পর থেকে এত দিন ছিলেন বেগমগঞ্জ থানার হেফাজতে একটি স্টাফ কোয়ার্টারে। শনিবার থেকে তিনি বিএনডব্লিউএলএর একটি আশ্রয়কেন্দ্রে থাকা শুরু করেছেন। আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগে শনিবার সকালে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *