সমাজের আলো : পাটকেলঘাটা থানাধীন যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্য সহকারি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীর প্রেসক্লাবের সামনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ মেডিকেল হেলথ এসিসট্যান্ট এ্যসোইসয়েশনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসোসিয়েশ সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সিএইচসিপি হাসিবুর রহমান, সাব্বির হোসেন, হেলথ এ্যাসোসিয়েশ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মর্জিনা খাতুন, দপ্তর সম্পাদক ইকরামুল কবির, কোষাধাক্ষ্য স্বস্থ্য সহকারী লুৎফুল কাদির স্বাস্থ্য সহকারী নুর ইসলাম প্রমূখ।

