সমাজের আলো ঃ ফেসবুকে এখন ঢুঁ মারলেই মিলছে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবুমহসিন খানের কিছু স্মৃতি। ভাসছে দরজার সেই লেখা আর কাফনেরকাপড়ের ছবি। আত্মহত্যার আগে এ মানুষটি নিজের জীবনের সব কষ্টের কথা বলে যান ফেসবুকে লাইভে। মৃত্যুর জন্য কাউকে দায়ীও করেননি। সোজা মাথায় অস্ত্র ঠেকিয়ে লাইসেন্স করা গুলিতে প্রাণ দেন। তবে মৃত্যুর আগেই হজে ব্যবহার করা সেই কাপড়কে কাফন হিসেবে রেখে যান আবু মহসিন খান। বুধবার রাত পৌনে ১০টার দিকেরাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন মহসিন। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট রেখে গেছেন তিনি। সেখানে লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এছাড়া আত্মহত্যার আগে তিনি কাফনের কাপড় রেখে গেছেন। কম্পিউটারে টাইপ করা কাপড়ের প্যাকেটের ওপর নোটও রেখে যান তিনি।

