সমাজের আলো : মেহেরপুরের গাংনীর আলোচিত সাইফুল ইসলাম হত্যা মামলার দুই আসামি শ্বশুর আতাহার আলী ও শাশুড়ি আসমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার পিরতলা গ্রামে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় গাংনী থানার তদন্ত অফিসার সাজেদুল ইসলাম এ তথ্য জানান। গ্রেফতার আতাহার আলী সাইফুল হত্যা মামলার ২ নম্বর এবং আসমা খাতুন ৩ নম্বর আসামি। এর আগে এই মামলার প্রধান আসামি নিহত সাইফুলের স্ত্রী রোজিনা খাতুনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। আসামি আতাহার আলীকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বিকেলে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, চলতি বছরের ৯ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে সাইফুল ও স্ত্রী রোজিনার মধ্যে কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। স্বামী স্ত্রীর কথা কাটাকাটির জের ধরে স্ত্রী রোজিনা খাতুন, শ্বশুর আতাহার আলী ও শাশুড়ি আসমা খাতুন মিলে সাইফুল ইসলামকে নিজ বাড়ির উঠানের নারিকেল গাছের সঙ্গে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন করে। এ সময় সাইফুল পানি চাইলে তাকে পানির পরিবর্তে মুখে কীটনাশক ঢেলে দেয়। সাইফুল ইসলাম মুমূর্ষু হয়ে পড়লে স্ত্রী রোজিনাসহ বাড়ির সবাই পালিয়ে যায়।

