সমাজের আলো: জেলার সিভিল সার্জন প্রমোদ খানডেট বলেছেন, “হাসপাতাল কর্তৃপক্ষ সাতটা শিশুকে উদ্ধার করেছে কিন্তু ১০টা শিশু দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে”। ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০টি নবজাতক পুড়ে মারা গেছে। শনিবার ভোর রাতে এই অগ্নিকাণ্ড হয়। মহারাষ্ট্রের ভানদারা ডিসট্রিক্ট হসপিটালে ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী আসার আগে কর্তৃপক্ষ সাতটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে “হৃদয়বিদারক ট্রাজেডি” বলে বর্ণনা দিয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।

