সমাজের আলো: জ্বর ও শরীর ব্যথা নিয়ে মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। ন্যক্কারজনক এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার ৯দিন পর সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়,ওই তরুণী ১১ সেপ্টেম্বর ধর্ষণের শিকার হয়। তখন হাসপাতালের কর্তব্যরত ছিল ডা: স্বপন কুমার সুর,নার্স দুলাল,সুমি আক্তার ও ওয়ার্ড বয় সাজেদুর রহমান।পুরো হাসপাতালটি সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। ভুক্তভোগীদের দাবি ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে সনাক্ত করা যাবে কে ধর্ষণকারী। ধর্ষিতার মা জানান, ৩ সেপ্টেম্বর তার মেয়েকে জ্বর ও শরীর ব্যথা নিয়ে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করি। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে তাকে ১২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র ছুটি দেবে বলে ১১ সেপ্টেম্বর রাতে নার্সরা জানান। ১১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে হাসপাতালের এক যুবক তাকে ধরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি এক পর্যায়ে অজ্ঞান ও রক্তাক্ত হয়ে পড়লে তাকে হাসপাতালের বারান্দায় ফেলে ধর্ষক পালিয়ে যায়। এদিকে তরুণীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে ওই রাতেই তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্মরত চিকিৎসক।
