সমাজের আলো : করোনাভাইরাসে আক্রান্ত এক তরুণীকে হাসপাতালে নেওয়ার পথে ধর্ষণের অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পথনমথিট্টা এলাকায়। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। দেশটির পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি দুইজন করোনা রোগীকে দুটি ভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছিল। প্রথমে একজন বৃদ্ধাকে হাসপাতালে নামান অ্যাম্বুলেন্স চালক। তারপর ওই তরুণীকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

