সমাজের আলো : হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় সন্ন্যাসী দেবনাথ নামে (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাসপাতালে ভর্তি স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পেশায় কাঠমিস্ত্রি সন্নাসী দেবনাথ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাসিন্দা। নিহতের আত্মীয়-স্বজনরা গণমাধ্যমকে জানান, হাতে সমস্যাজনিত কারণে তার স্ত্রীকে বেশ কয়েকদিন আগে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান সন্ন্যাসী দেবনাথ। এরপর বুধবার দিনগত রাতে স্ত্রীর জন্য ওষুধ কিনতে বের হন তিনি। হাসপাতালের বাইরের সড়ক পার হওয়ার সময় কোনো একটি গাড়ির ধাক্কায় আহত হন তিনি। তিনি আরও জানান, তাৎক্ষণিক তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ৯ টা দিকে মারা যান সন্নাসী দেবনাথ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক