ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:
হেলমেট বিহীন অনিরাপদ ভাবে মহাসড়কে মোটরসাইকেল চালানোর অপরাধে সাতক্ষীরা কলারোয়ায় দুই জন মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে৷ মঙ্গলবার ( ৩০ আগস্ট) সকালে উপজেলা পৌরসদরের সোনিয়া তেল পাম্প এলাকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস৷
এ সময় হেলমেট না থাকায় উপজোল পৌর সদরের মুরারিকাটি এলাকার এরশাদ সরদারের ছেলে মোটরসাইকেল চালক আসিফ ইকবালকে ৫০০ টাকা ও ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের মৃত গফুর মোড়লের ছেলে আনছার মোড়লকে ৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুলী বিশ্বাস বলেন, সড়ক পরিবহন ২০১৮ এর ৯২/১ ধারার আইন অমান্য করে সড়কে হেলমেট বিহীন অনিরাপদ ভাবে মোটরসাইকেল চালানো অপরাধে দুই জন চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ সকলকে উচিত নিজের ও পরিবারের কথা চিন্তা করে আত্মসচেতন হয়ে বাইক বা যানবাহন চালালে প্রয়োজনীয় সুরক্ষা জিনিস ব্যবহার করা৷ তাহলে দূর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে৷ এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান৷
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাসহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *