সমাজের আলো : বিয়ের প্রস্তুতিতে কোনো কিছুতে কমতি ছিল না। কনের বাড়িতে বর এসেছিলেন হেলিকপ্টারে চড়ে। ধুমধাম বিয়ের আয়োজনে হঠাৎ হানা দেয় প্রশাসন। অভিযোগ, অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে বিয়ে করতে এসেছেন বর। প্রশাসনের বাধায় বিয়েটি আর হলো না। বরকে বিদায় নিতে হয়েছে মুচলেকা দিয়ে।
শুক্রবার বিকেলে এমনই এক ঘটনা ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিবাহ হচ্ছে—এমন খবর পেয়ে তা বন্ধ করেন পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার আলেক মিয়ার ছেলে শাহজালাল মিয়ার (৩০) সঙ্গে নেত্রকোনার পূর্বধলার নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক করে তার পরিবার। মেয়েটির বাবা ইতালি ও মা দুবাইপ্রবাসী। বিয়ে উপলক্ষে তাঁরা দেশে এসেছেন।
শুক্রবার বিকেলে এই বিয়ের কথা ছিল। সকাল থেকে কনের বাড়িতে ধুমধামে চলছিল আয়োজন। বেলা দুইটার দিকে বর হেলিকপ্টারে করে পূর্বধলায় কনের বাড়ির পাশে একটি বিদ্যালয়ের মাঠে নামেন। হেলিকপ্টার ও বরকে দেখতে এলাকার উৎসুক মানুষ ভিড় জমায়। বেলা তিনটার দিকে চলছিল বিয়ের আয়োজন। এর মধ্যে উপস্থিত হন ইউএনও। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়েটি ভেঙে দেন তিনি। কনের বয়স ১৮ না হওয়া পর্যন্ত এ বিয়ে হবে না মর্মে উভয় পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *