সমাজের আলো :- সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করেও রেহায় পাচ্ছে না বিনেরপোতা মাছ বাজারের মাছ ব্যবসায়ী স্বপন কুমার মন্ডল ও তার পরিবার। এবার তিনি শিকার হচ্ছেন স্থানীয় রাজনীতির। হত্যার হুমকিতে দিন কাটছে পরিবারটির।
সূত্র জানায়, মাছের ঘের সংক্রান্ত বিরোধের জেরে গত ০৯/০৫/২৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার সময় বিনেরপোতা মাছের আড়ৎ থেকে মাছের কালেকশন শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পাটকেলঘাটা থানাধীন গুচ্ছগ্রাম এলাকায় পৌছানো মাত্রই দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রধারীরা এলোপাতাড়ি মারতে থাকলে স্বপন মাটিতে লুটিয়ে পড়ে। পরে লোহার রড দিয়ে খোচাতে থাকে সে অচেতন হয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রাখে। এসময় সন্ত্রাসীরা ১৫ লাখ টাকা ও একটি স্বর্ণেও চেইন ছিনিয়ে নিয়ে যায়।
এঘটনায় মামলার আসামীরা হচ্ছে, নগরঘাটা এলাকার মজিদ বাজের ছেলে মো: জাহাঙ্গীর বাজ, মৃত মোজাহার শেখ এর ছেলে সরোয়ার শেখ, সালাম সরদারের ছেলে সবুজ সরদার, মছোলউদ্দীন এর ছেলে সালাম সরদার, আতিয়ার শেখ এর ছেলে হায়দার শেখ ওরফে লাল।
এঘটনায় সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় একটি মামলা হয় যার মামলা নং-৭/৭১। তারিখ-১০/৫/২০২৪। পুলিশ সোহরাব মেম্বর ও লাল নামের দুইজনকে আটক করে। পরে আটক দুই আসামী ও অপর দুই আসামী আদালত থেকে জামিনে মুক্ত হলেও জাহাঙ্গীর নামের অপর এক সন্ত্রাসী এলাকায় বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে।
আসামিরা জামিন নিয়ে বেরিয়ে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে স্বপন ও তার পরিবারকে।
এদিকে, উক্ত এলাকার হঠাৎ কোটি পতি বনে যাওয়া রাইস মিল মালিক ইমাদুল ইসলামের ছত্রছায়ায় গড়ে উঠেছে একটি মাদক সেবী ও বখাটেদের বাহিনী। ইমাদুল ইসলাম তার ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য তার অটো রাইস মিলসহ প্রতিষ্ঠানে মাদক সেবী ও বখাটেদের অবস্থানের ব্যবস্থা করে দেন। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই উদীয়মান সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন অপকর্মের নীল নকশা করেন বলে জানিয়েছেন একাধিক এলাকাবাসী।
এসব ঘটনায় ইমাদুল ইসলাম, তিনি জড়িত নন বলে জানিয়েছেন।
হামলার ঘটনায় আহত মাছ ব্যবসায়ী স্বপন জানান, হামলার ঘটনার পরেই পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনার সাথে জড়িত দু’জন কে গ্রেফতার করে।
সেই দু’জন আসামি সহ আরো দু’জন আসামী আদালত থেকে জামিন নিয়েছে। জামিনে বাইরে এসে জাহাঙ্গীরের নেতৃত্বে আসামিরা সহ অজ্ঞাত নামা কিছু ব্যক্তি নিত্যদিন আমাদের হুমকি ধামকি দিয়ে চলেছে। হত্যার হুমকিও দিচ্ছে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের পরে চাপ বেশি।
এলাকাবাসী আরো জানায়, স্বপ্নের উপর হামলার ঘটনার মূল পরিকল্পনা হয়েছিল ইমাদুলের রাইস মিল থেকে। হামলার আগে সন্ত্রাসীদের অবস্থান ছিল ইমাদুলের রাইস মিলে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সেকড় সন্ধান করা সম্ভব মনে করেন এলাকাবাসী।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, মামলার তদন্ত চলছে। ঘটনার সাথে সাথেই আমার ব্যবস্থা গ্রহণ করেছি।
এ ব্যাপারে স্বপন ও তার পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
