সমাজের আলো : যশোরের চৌগাছার পল্লবী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। গ্রাম্য চিকিৎসক মিজানুর রহমানের মালিকানাধীন ১০ শয্যার এই ক্লিনিকে প্রসূতিদের সিজারই বেশি হয়। এর মধ্যে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গতকাল শুক্রবার সেখানে হানা দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতে ওই ক্লিনিকটিতে ১৪ প্রসূতির সিজার হয় বলে তারা জানতে পারেন। সক্ষমতা না থাকার পরও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে সেবা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দুুটি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) এবং প্যাথলজিক্যাল টেস্ট কার্যক্রম। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন

