সমাজের আলো।। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৬ মিনিটে জনসভার জন্য নির্ধারিত নগরের আলিয়া মাদ্রাসা মাঠে প্রস্তুতকৃত মঞ্চে ওঠেন। এছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মঞ্চে উপস্থিত আছেন।
এর আগে, জনসভার জন্য আজ ভোর থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখছেন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের প্রার্থীরা।
সমাবেশে সিলেটের ভাষায় ‘আপনারা বালা আছইন নি?’ [আপনারা ভালো আছেন?] বলে বক্তব্য শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা একবছর আগে দেশ ছেড়ে পালিয়েছে তারা মানুষের টুটি চেপে ধরেছিলো। বাকস্বাধীনতা হরণ করেছে। বিএনপি নেতাকর্মীদের গুম খুন করেছে। তারা উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করেছে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে নিশি রাতের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো।”
তারেক রহমান বলেন, “৭১ সালে মানুষ যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিলো, ২০২৪ সালে মানুষ রাস্তায় নেমে স্বাধীনতা রক্ষা করেছে।”
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। ধানের শীষকে বিজয়ী করলে কৃশকদের পাশে দাঁড়াতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খাল খনন শুরু করেছিলেন। আমরা বিজয়ী হলে আবার খাল খনন শুরু করবো।”

