সমাজের আলো।। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ১৬৫ রান তাড়ায় শুরুতেই ব্যাকফুটে চলে যায় টাইগাররা। ৬ ওভারের প্রথম পাওয়ার প্লেতেই ৪ ব্যাটার ফিরে গেছেন ড্রেসিংরুমে। এই সময়ে স্কোরবোর্ডে জমা হয়েছে ৪২ রান। এরপর ছোট ছোট কিছু জুটি হলেও লাভ হয়নি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ কিছুটা লড়াই করলেও সেটা শুধু হারের ব্যবধান কমিয়েছে। সাকিবের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৩ রান। এছাড়া ১৩ বলে ২০ রান নাসুম আহমেদ। শেষ পর্যন্ত ১৪৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

