সমাজের আলো: প্রাণঘাতি করোনাভাইরাসকে হারিয়ে সপরিবারে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় করোনা মুক্ত হলেন সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার। শহিদ আফ্রিদির পাশাপাশি করোনা মুক্ত হয়েছেন আফ্রিদির স্ত্রী এবং দুই কন্যাসন্তান। আফ্রিদি টুইটারে নিজেই জানালেন এই কথা।– দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ ১৮

আফ্রিদি বৃহস্পতিবার (২ জুলাই) এক টুইটবার্তায় লেখেন, ‘আলহামদুলিল্লাহ, করোনা আক্রান্ত আমার স্ত্রী এবং দুই কন্যা আকসা এবং আনশার শরীরে পুনরায় যে কোভিড-১৯ পরীক্ষা হয়েছে তাতে তারা সম্পূর্ণ সুস্থ।’গত ১৩ জুন নিজেকে করোনা আক্রান্ত ঘোষণা করেছিলেন তিনি। পরবর্তীতে করোনা আক্রান্ত হন আফ্রিদির স্ত্রী এবং দুই কন্যাসন্তান আকসা এবং আনশা। কিন্তু সর্বশেষ করোনা পরীক্ষায় প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন আফ্রিদি। গত ১৩ জুন করোনা আক্রান্ত হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় লেখেন , ‘ বৃহস্পতিবার থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না। খুব খারাপ বোধ করছিলাম। গায়ে খুব ব্যাথ হচ্ছিল। উপায় না দেখে করোনা পরীক্ষা করাই এবং দুর্ভাগ্যবশত রিপোর্ট পজিটিভ এসেছে। দ্রুত সুস্থতার জন্য তোমাদের প্রার্থনা চাইছি , ইন শা আল্লাহ। ’

প্রায় তিন সপ্তাহ পর স্ত্রী এবং কন্যাসন্তানদের সঙ্গে নিজেও সুস্থ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আফ্রিদি। অনুরাগীদের উদ্দেশ্যে আফ্রিদি আর বলেছেন , ধন্যবাদ প্রত্যেককে যারা প্রত্যেকে দুঃসময়ে পাশে থেকেছেন , আমাদের জন্য প্রার্থনা করেছেন। সর্বশক্তিমান আপনাদের ভালো রাখুন। আবার পরিবারকে সময় দিতে পারব। আমি আমার ছেলেমেয়েদের খুব মিস করছিলাম ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *