ফারুক হোসাইন রাজ,কলারোয়া সাতক্ষীরা:একুশের ভোরে সাতক্ষীরা কলারোয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরির মিছিলে হাজারো মানুষের ঢল নেমেছে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের আলো না ফুটলেও ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই হাতে ফুল ও মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি…’ সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন উপজেলার বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ। সোমবার (২১ ফেব্রুয়ারী) প্রভাতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়৷ কলারোয়া উপজেলা প্রশাসন প্রভাত ফেরি মিছিলটির আয়োজন করেন৷
উপজেলার জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ বেদিতে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে উপজেলা প্রশাসন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও গণমাধ্যম ভিত্তিক সাংবাদিক সংগঠন। স্কুল বন্ধ থাকলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আসছে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে প্রভাত ফেরির মিছিলে অংশ গ্রহণ করে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল , থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীন মৃধা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুননাহার আক্তার , মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, শিক্ষক মুজিবুর রহমান প্রমূখ৷

এর আগে রাত ১২টা ১ মিনিটের পর পৃথকভাবে কলারোয়া উপজেলা প্রশাসন , উপজেলা পরিষদ, পৌরসভা, কলারোয়া থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক , মহিলা আওয়ামী লীগ, কলারোয়া রিপোর্টারর্স ক্লাব, প্রেস ক্লাব, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রিমিয়ার ছাত্র সংঘ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অংগ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীবৃন্দ শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। দিবসটি উদযাপনে সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, উত্তোলন করা হবে শোকের কালো পতাকা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *