সমাজের আলো: দুটি ডাকাতি মামলায় সাত বছর করে কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম (৪৫) ধরা পড়েছেন। আজ সোমবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের এই বাসিন্দাকে ধরে পুলিশ।দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলেও গ্রেপ্তার এড়িয়ে গিয়েছিলেন নুরুল। শাস্তি ভোগ না করে জামিনে থাকা অবস্থায় তিনি পালিয়ে যান। দীর্ঘ ২৩ বছর দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন।আজ সন্ধ্যায় এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর থানার শেরুয়া বটতলা এলাকার একটি বাড়ি থেকে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে নুরুল ইসলামকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

