সমাজের আলোঃ ভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও অধস্তন সব আদালত আগামী ৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে এই সময়ের মধ্যে দেশের ভার্চুয়াল পদ্ধতিতে শুধুমাত্র জামিন শুনানির কার্যক্রম অব্যাহত থাকবে। আজ শনিবার বিকালে প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন এই সময়ে ভার্চুয়াল আদালতে শুধুমাত্র জামিন শুনানি কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশ দেয়া হলো। একইসঙ্গে ছুটিকালীন সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও অধস্তন আদালতের সব কর্মকর্তা-কর্মচারিকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেয়া হয়েছে।

