সমাজের আলো : আমের মুকুলে সবে গুটি ধরেছিল, সজনের ফুলে ভরেছিল ডাল। বোরো ধানের ক্ষেত সবুজের শ্যামলীমায় গাড় হতে শুরু করেছিল। নাবি জাতের কুল ঝুলছিল ডালে ডালে। এমনই সময় শিলাবৃষ্টি আর হঠাৎ ঝড়ের আঘাতে তছনছ হয়ে গেছে মুকুলিত আ¤্রকানন, সজনের গাছ আর বোরো ক্ষেত।

ভরা বসন্তে ঝড় আর শিলাবৃষ্টিতে মৌসুমী ফসলের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে কালো মেঘে অন্ধকার হয়ে বজ্রসহ ঝড় হাওয়ার সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যা স্থায়ী হয় কোথাও কোথাও ৩০ মিনিটের বেশি। এতে শীতকালীন সবজিসহ আমের মুকুলের ব্যাপকতর ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে সাতক্ষীরার আম বাগানের মালিকরা মুকুল ঝরে যাওয়ায় ফলন নিয়ে শংকিত। এছাড়া চলতি বোরো আবাদের ক্ষেতে ধানের চারা নুয়ে পড়েছে।

জেলা সদর, তালা, কলারোয়া ও আশাশুনিসহ বিভিন্ন উপজেলায় ঝড়ো বাতাস আর শিলাবৃষ্টির প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন বলে জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *