সমাজের আলো : ঢাকা গ্রিন লাইফ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র কুশল কর্মকার। ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে গ্রামের বাড়ি বেতাগীতে রওনা দেন কুশল। লঞ্চে আগুন লাগার পর চোখের সামনে মানুষ পুড়ছে, নিজের শরীর আগুনের তাপে দগ্ধ হচ্ছে ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে দগ্ধাবস্থায় মাঝ নদীতে ঝাঁপ দেন কুশল কর্মকার (২২)। কনকনে শীতের মধ্যে সুগন্ধা নদীতে একটানা ৪৫ মিনিট সাঁতার কেটে প্রাণে বেঁচে ফিরেন কুশল।মৃত্যুপুরী থেকে ফিরে আসা কুশলের বলা বর্ণনায় জানা যায় অভিযান-১০ লঞ্চে আগুন লাগার মর্মন্তিক ঘটনা। তিনি জানান, মাঝরাতে হঠাৎ বিকট শব্দ, মানুষের চিৎকার ও ছোটাছুটিতে ঘুম ভাঙে তার। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। চোখের সামনে অনেকের শরীরে আগুন জ্বলছিল। অনেক মায়ের কোলে শিশু থাকায় ও সাঁতার না জানার ভয়ে লঞ্চ থেকে লাফিয়েও পড়তে পারেনি। পুড়ে ছাই হয়ে গেছে। যারা সাঁতার না জেনেও নদীতে ঝাঁপ দিয়েছে, তাদের অনেকেই পানিতে ডুবে মারা গেছে। লঞ্চটিতে ছিল না কোনো সুরক্ষাসামগ্রী এমনকি লাইফ জ্যাকেটও না; যার ফলেই অনেকের মৃত্যু হয়েছে।

